ঢাকা, ১১ নভেম্বর মঙ্গলবার, ২০২৫ || ২৭ কার্তিক ১৪৩২
good-food
৯১২

 আয়ারল্যান্ডের বিপক্ষে টাইগারদের সহজ জয়

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:৩৪ ১৬ মে ২০১৯  

বৃহস্পতিবার আয়ারল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে টাইগাররা। আগেই ফাইনাল নিশ্চিত হয়ে গিয়েছে । ফলে বুধবারের আয়ারল্যান্ডের বিপক্ষের ম্যাচটি ছিল আনুষ্ঠানিকতার। সেই ম্যাচটি সহজেই জিতে নিল বাংলাদেশ। 
 ম্যাচে কয়েকটি পরিবর্তন এনেছিল বাংলাদেশ।  সৌম্য সরকারকে বিশ্রামে দিয়ে বাজিয়ে দেখেছে লিটন দাসকে। সুযোগ পেয়েই তা কাজে লাগিয়েছেন এই ওপেনার।  নিজে৭৬ রানের দুর্দান্ত ইনিংস  খেলে  তামিম ইকবালের সাথে গড়েছেন শতরানের জুটি।। এছাড়া সাকিব আল হাসান ব্যাট হাতে  ছিলেন উজ্বল। আহত হয়ে মাঠ ছাড়ার আগে করেছেন ৫০ রান।

হাফ সেঞ্চুরি পূর্ণ করেছেন তামিম ইকবাল। বাঁ-হাতি এই ওপেনার ৫৩ বলে করেছেন ৫৭ রান। টপ অর্ডারের এমন সাফল্যে সহজেই আইরিশদের দেওয়া বড় রানের চ্যালেঞ্জ টপকে গেছে বাংলাদেশ।

 প্রথমে ব্যাট করে পল স্টার্লিং ও উইলিয়ামস পোর্টারফিল্ডের ব্যাটে ভর দিয়ে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৯২ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড। দুইজন মিলে গড়েছেন ১৭৪ রানের জুটি। মাশরাফি-সাকিবদের হতাশায় পুড়িয়ে সেঞ্চুরি তুলে নেন স্টার্লিং। ৪টি ছক্কা ও ৮টি চারে সাজিয়ে ১৪১ বলে ১৩০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন এই ওপেনার। পোর্টারফিল্ড করেছেন ৯৪ রান।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর